বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৫ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দল হিসেবে আত্মপ্রকাশের পর যাত্রা শুরু হয়েছিল কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ডিভিশনে। আর প্রথম বছরেই বাজিমাত করল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এক ম্যাচ বাকি থাকতেই চলে গেল প্রিমিয়ার ডিভিশনে। আগামী বছর মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করবে ইউকেএসসি।
খেলা বাকি রয়েছে এখনও একটি। শ্রীভূমির বিরুদ্ধে। শেষ ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ারে যাওয়া এখন পাখির চোখ ইউকেএসসির। তাই তো খেলা শেষে কোচ দীপক মণ্ডল বলে গেলেন, ‘এখনও একটা ম্যাচ বাকি। সেটাও জেতার চেষ্টা করব।’ পুরো কৃতিত্ব ফুটবলারদের দিয়ে কোচের সংযোজন, ‘ফুটবলাররা আছে বলেই কোচরা আছে। ছেলেরাই এই কৃতিত্বের দাবিদার।’
শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে সিটি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নেমেছিল ইউকেএসসি। শুরু থেকেই গোলের চেষ্টা করছিল দু’দল। ২৫ মিনিটের মাথায় ডান দিক থেকে আসা সেন্টারে অনবদ্য হেডে সিটির জালে বল জড়ান ইউকেএসসির সোমনাথ দে। তিনিই ম্যাচের সেরা। অনবদ্য খেললেন এদিন রক্ষণে। উঠে এসে গোলও করে গেলেন। প্রথমার্ধের একেবারে শেষ দিকে সিটি পেনাল্টিতে সমতা ফেরায়।
দ্বিতীয়ার্ধে একেবারে আক্রমণের বন্যা বইয়ে দেয় ইউকেএসসি। তার ফলও মেলে হাতেনাতে। দ্বিতীয়ার্ধ শুরুর ১২ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন রাহুল ভিপি। এই ছেলেটি এবার ইউকেএসসি দলের বড় ভরসা। নিয়মিত গোল করে গিয়েছেন। এদিনও করলেন অনবদ্য গোল। বক্সের ডান প্রান্তে বল ধরে বিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শট রাখলেন গোলে। সিটি গোলকিপার যার নাগাল পাননি। এরপর আরও গোল করতে পারত ইউকেএসসি। একটি শট গোলপোস্টে লেগে ফেরে। না হলে তিন পয়েন্ট নিয়েই ফিরত তারা। খেলা শেষের দশ মিনিট আগে সিটি আর একটি গোল করে সমতা ফেরায়। কিন্তু তাতে ইউকেএসসির প্রিমিয়ারে যাওয়া আটকায়নি। তবে এদিন ইউকেএসসি ডিফেন্ডার জয় ভট্টাচার্য গুরুতর চোট পান। জানা গেছে, তাঁর চোয়ালে চিড় ধরেছে।
দলকে সমর্থন করতে প্রতি ম্যাচের মতো এদিনও গ্যালারিতে হাজির ছিলেন বহু ইউকেএসসি সমর্থক। তারা সারাক্ষণ প্রিয় দলকে সমর্থন করে গেলেন। ছিলেন টিম ম্যানেজমেন্টের শীর্ষ আধিকারিকরা। খেলা শেষে সবাই মাতলেন আনন্দে।
আগামী বছর আরও বড় লড়াই। বুক চিতিয়ে সেই লড়াই জয়ের বার্তা দিয়ে রাখল ইউকেএসসি।
#Aajkaalonline#uksc#enterspremierdivision
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
![](/uploads/thumb_32361.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে বড় ঘোষণা আইসিসি-র, কোথায় হবে টুর্নামেন্ট? ...
![](/uploads/thumb_32354.jpg)
অবসর গ্রহণের পরই বোলিং কোচের ভূমিকায় অশ্বিন, বোর্ডের ক্যামেরায় ধরা পড়ল বিরল মুহূর্ত ...
![](/uploads/thumb_32357.jpg)
সিরিজের মাঝপথে অশ্বিনের আকস্মিক অবসরে গম্ভীরের হাত কতটা?...
![](/uploads/thumb_32348.jpg)
বিমানবন্দরে মেজাজ হারালেন কোহলি, মহিলা সাংবাদিকের সঙ্গে জড়িয়ে পড়লেন কথা কাটাকাটিতে, কিন্তু কেন? ...
![](/uploads/thumb_323391734602186.jpg)
ব্রিসবেন থেকে চেন্নাই ফিরলেন, ধোনির পদাঙ্ক অনুসরণ করতে চান অশ্বিন...
![](/uploads/thumb_32303.jpg)
বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গুকেশ পেয়েছেন ১১.৪৫ কোটি, বিপুল এই অর্থ নিয়ে কী করবেন তিনি? ...
![](/uploads/thumb_32301.jpg)
'অশ্বিনের কবে সরে যাওয়া উচিত ছিল জানেন?', প্রাক্তন পাক তারকা যা বললেন, তাতে অবাকই হবেন ...
![](/uploads/thumb_32299.jpg)
এই ক্রিকেটারের জন্যই সিরিজের মাঝপথে অবসর নিলেন অশ্বিন! বড় ইঙ্গিত হরভজনের ...
![](/uploads/thumb_322971734536889.jpg)
বস নন, প্রফেসরও নন, আপনি মিস্টার অস্কার ব্রুজোঁ, আপনি থাকছেন স্যর...
![](/uploads/thumb_32292.jpg)
কবে অস্ট্রেলিয়া যাবেন সামি? কী অবস্থা তাঁর চোটের? হতাশ রোহিত বল ঠেললেন এনসিএ-র কোর্টে ...
![](/uploads/thumb_32212.jpg)
ইডেনে নিজের নামে স্ট্যান্ডে আপ্লুত ঝুলন, অজানা কাহিনি শোনালেন সৌরভ...
![](/uploads/thumb_322101734457911.jpg)
বিষ্ণুর ভূয়সী প্রশংসা, অস্কারের কোন ভোকাল টনিকে ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল? ...
![](/uploads/thumb_32205.jpg)
অস্কারের মাস্টারস্ট্রোকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, দু'গোলে পিছিয়ে চার গোলে জয় ইস্টবেঙ্গলের ...
![](/uploads/thumb_32196.jpeg)
আবার বাদ, বিজয় হাজারেতে মুম্বই দল থেকে ছাঁটাই পৃথ্বী শ...
![](/uploads/thumb_32192.jpg)
ফলো অন ধরেই নিয়েছিলেন, আবার ব্যাট করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন রাহুল...